রাষ্ট্রপতির কাছ থেকে পুরষ্কার পাওয়া উজ্জ্বল ঘটকের জীবনে লড়াই করা গল্প পড়ুন

রাষ্ট্রপতির কাছ থেকে পুরষ্কার পাওয়া উজ্জ্বল ঘটকের জীবনে লড়াই করা গল্প পড়ুন

আমার নাম উজ্জ্বল ঘটক। আমার জন্ম ঘাটালে। আমরা চার ভাই বোন। আমরা খুব কষ্ট করে বড় হয়েছি। আমার স্বপ্ন ছিল প্রচুর পড়াশুনা করা ও সমাজের জন্য কিছু করা। আমার বাড়ি থেকে স্কুলে যেতে প্রায় ১ ঘন্টা লাগত। আমি তবুও প্রতিদিন স্কুলে যেতাম। আমার ছোট থেকে কষ্ট থাকলেও আমি সামাজিক কাজ কর্ম প্রচুর করতাম। স্কুলে পড়ার সময় বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছি। ১৯৭৭-৭৮ সালে যখন বন্যা হয় তখন আমাদের ঘর বাড়ি সব ভেঙ্গে যায়। তারপর আমরা ত্রান শিবিরে আশ্রয় নিই। সেখানে দুমুঠো খাওয়া পেতাম। এই কষ্টের মধ্যেও আমি আমার পড়াশুনা ছাড়িনি। আমার স্বপ্ন পূরনের জন্য এগিয়েছি। তারপর আমি ভারতীয় নেভি ও আমেরিকা নেভির মধ্যে প্রস্তুতি শিবিরে ডাক পাই। তারপর ভারতীয় সেনাবাহিনীতে চাকরী পাই। এই চাকরী করার মাঝে যখন সময় পেতাম পড়াশুনা করতাম। আর বাকি যারা থাকত বিভিন্ন মজা করত কিন্তু আমি সেসব করতাম না। আমার স্বপ্ন ও জেদের জন্য সেনাবাহিনী থেকে বিএ পাশ করি। তারপর আমি সংস্কৃত, ইংরেজি নিয়ে পড়াশুনো করি। আমি পিএইচডি করেছি। তারপর আমি রাষ্ট্রপতির থেকে পুরষ্কার পাই। আমি এখন সেনাবাহিনীর একটি কলেজের প্রফেসর। আমি ছোট থেকে আমার লক্ষ্য ও স্বপ্ন ঠিক রেখে এগিয়েছি সেজন্য স্বপ্ন সফল করতে পেরেছি। আমি যদি ছোট জায়গা থেকে উঠে এসে সফল হতে পারি তাহলে আপনারা পারবেননা কেনো? সব কিছু সম্ভব। অসম্ভব বলে কিছু হয়না। সব ভালো মানুষের জীবনী পড়ুুন দেখবেন অনেক কিছু জানতে পারবেন। লক্ষ্য ঠিক রেখে এগোন আপনিও পারবেন।